সারাদিন ক্লান্তিকর পথচলা,
একটুকরো ভালো সময় এসে
কখনও কখনও ছকটা উল্টে দেয়!
সে সময় খেয়াল করতে চাই না
সমুদ্রের হাজার হাজার ঢেউ,
তারাও কিন্তু প্রতীক্ষায় দিন গুনে যায়।
বেছে নিতে হয় জঞ্জাল ছাড়িয়ে
সেই ভালোসময়, যা জীবন।
আর বাদবাকী সবই, জীবনের অসময়...