চাঁদ বাড়ে চাঁদ কমে
অপরিণত নদীর বাঁকে
জোয়ার ভাটা চলতে থাকে
তারই অসংযমে...
আকাশ নীলে চাঁদ
ভরা নদী সাগর নীলে
তবু এক অজানা মিলে
বহমান সংবাদ...
জোয়ার জলে বান
সে জল দেখি পুজোয় লাগে
ভাটার টান পলির দাগে
রয়ে যায় অম্লান...
চাঁদ কমে চাঁদ বাড়ে
কাস্তে হতে পূর্ণ কলা
নিশুত অমার আলোয় চলা
জীবন গল্প কাড়ে...