তোমার প্রতি নজর আমার বহুকালের
তোমার গতিতে পাথর খানখান
ভরা সূর্যের অমলিন সোহাগ তোমার দেহে
অথচ তুমি চাইলেই বৃষ্টি নামে...

তোমার উজ্জ্বল শ্যামনূপুর দুপুরে
গানের মতই অকাল বৃষ্টির হেরাফেরি
বিষন্নতা ভরা আমার মধ্যসময়
চিন্তা পাগল মেঘের ধুম্রজাল...

ওগো ঝর্ণা কিশোরী, কোথায় সে হাসি?
কলোস্রোতের রূপে গন্ধে যা বহমান,
সেসব দিনগুলো তোমার কাছে নতজানু
তোমার শোভা বাড়াতেই তার আনাগোনা...