চারিপাশে শুধুই গুঞ্জন শোনা যায়
প্রতিধ্বনি একাই কেঁদে ফেরে হায়
ঘনকয়লায় খাড়া একাকী দেয়ালে
ধংসস্তুপ দেখি রাখে না খেয়ালে।
নিত্যকার পুরাতনী কাগজ প্রলাপে
কেলেঙ্কারিও আছে কথার খেলাপে
যেখানে জনবলই ফাঁসির আসামি
সেখানে জুটবেই আক্কেল সেলামি।
তবুও ধ্বনির ফেরে আসবে হেমন্ত
আজকের নবান্নে সেই তেজ ঘুমন্ত
সময়েতে যারা ছিলো পথিক মহান
ভাটায় রাখছে তারা অনবদ্য বয়ান।