একশো লোকের তালে তালে
একশো কথাই বলবো,
তাতেও যদি মত না মেলে
চেষ্টা চালিয়ে চলবো।
গনতন্ত্রে এটাই তো চাই
ভুতের মন্ত্র কখনও বা!
হাতে যে হাত মেলাতে যাই
হাত ধরে কেউ করে তওবা।
রসিক জনের পরিসরে
ঠাট্টা তামাশা হামেশাই
নাক কুঁচকে নাকচ করে
দুচার কথা, যা বলতে চাই।
কখনো জোয়ার কখনো ভাটায়
তবুও বহেতা পানি,
কারও কারও জীবন ডাটায়
মূল্যবান তা জানি।
এমনিভাবেই টানাপোড়েনে
মতামত বিলি হয়,
শান্ত সভায় অশান্তি এনে
ঘটে নয়া পরিচয়।