জীবন গেলো রূপের খোঁজে
মনের খোঁজ তো মিললো না,
ফুলের সুখ ওই কুঁড়ির মাঝে
না মরলে ফল ফললো না।
ভালোবাসার শেকড় মূলে
অভিমানও পাহাড় ছোঁয়,
চরম দুঃখে শিশির জলে
উন্মাদনায় বসন ধোয়।
ধর্মের দিশা বিশ্বাসে আর
নাসিকার নিঃশ্বাসে,
প্রেমের বাসায় হৃদয় ভার
জীবন চলে আশ্বাসে।
জোয়ার এলেও ভাটাই মূলে
তাই তো খুঁজি মোহনা,
স্রোতের তোড় সাগর কূলে
অন্তিমে চায় বন্দনা।