রানাঘাট, হলদিয়া বাসস্থান ও কর্মস্থল,
আমার দৌলতেই দুদিকের টানাপোড়েন,
কেউ কেউবা তাল রাখতে এদিক থেকে ওদিকে
হামেশাই সাময়িক বিপদ থেকে বাঁচাতে,
সবকিছুই আবার ফিকে হয় দৈনন্দিন ব্যবহারে...
একসময় অনাবশ্যক ছুটি কেন্দ্র করেই
চলতো উপর তলার চিঠিচাপাটি,
কিন্তু মানুষ অভ্যাসের দাস;
ঘনঘন যাবার বা যোগাযোগের পাতায়
একসময় বেশকিছুটা লাল কালির ছোপ...
এখন আর রানাঘাটে থাকি না
যাই না রুজির জন্যে হলদিয়াতেও,
নতুন ছাদ নতুন আশ্রয় কর্মজীবন শেষে;
এখন বুঝি আকাশ একই, বাসস্থান নিজ মাপে,
রানাঘাট হলদিয়া সব, শুধুই রঙমিলান্তী খেলা ...