রাতদুপুরে আলোয় ভেজা সজলতা
চন্দ্রোদয়ে আবছা রঙিন ঝিনুক ঘর
চৈতি হাওয়ার বৃষ্টিবিহীন ঝরাপাতা
পেরিয়ে যায় ক্যালেন্ডারে সুখবছর
পূর্ণিমারাত বায় উজানেই ঢেউকথা
মনে নেই শেষের সেই গোপন ঢেউ
অনর্গল এক ঠোঁটকাঁপানো নীরবতা
পাথর ভাঙা পণ তবুও করবে কেউ
একটুআধটু আবছা তবু চেনাচিবুক
শরীর বৃত্ত জুড়ায় চিত্ত নদী-রেখায়
ঢেউখেলানো অল্পতে হই উৎসুক
হারিয়ে যায় অন্ধকার ঝাউপাতায়
আলোর রেখাও প্রান্ত জুড়ে রহস্যে
জীবন যাপন এগিয়ে চলে সহাস্যে