অনেক তো হলো এবার তাহলে যাই...
প্রতিশ্রুতির ভাণ্ডার খুলে যায়
কল্পনাদল রাখলাম দরজায়
আঁখির আড়ালে উপচে পড়া ঢেউ
কই? দেখেনি তো আর কেউ...
বেশতো ছিলে সবুজ ঘাসে
ভোরের শিশির শিউলিবাসে
বেলা অবেলায় কুড়িয়ে মনের মতো
দেখছি কোঁচড় ভরিয়েছ অবিরত...
তবুও এলো বিদায় লগন পালা
যখন সকল ফুলেরই শূন্য ডালা...
তবুও তোমার ছোঁয়া যে চিনিয়ে দিলো
হাল ভাঙা পথ আল গুছিয়ে নিলো
গড়তে আগামী অবগুণ্ঠন ভুলে
হাতটি আমার নিয়েছিলে কোলে তুলে..
অনেক তো হলো আবার তাহলে যাই...