বলার মতো অনেক কথা
প্রকাশ পায় না,
নিজের যুক্তি সরিয়ে বৃথা
আপোষ চাই না।

দেখছি বহু হিসেব কষে
পথের নিশান,
কিছুটা শুনি তাতেই রোষে
ভাঙ্গছি উজান।

আর কতটা অন্ধ জীবন
চলবে বাওয়া,
শিরদাঁড়াটা পেলেও রাবণ
পায়নি হাওয়া।

ভাবতে বসি উপায়টা কি?
তবুও লড়াই,
শত ঝঞ্ঝা গায়ে না মাখি
চালিয়ে যাই।

জানি তোমরা আছো পাশে
এই তো অনেক,
তাইতো আজ না ডরাই ত্রাসে
জান মোতাবেক।