কোনো একদিন জেনো-
না বলা কথার ভীড়ে হারাবেই
যাবতীয় বেদনার সুর,
চোখের তারায় আলেয়া হবে
অনাবশ্যক দলছুট বিচারের নথি...

যাবতীয় উপেক্ষা উড়িয়ে দিয়ে
হযবরল এর মেঘ-রুমালে খেলা চলবে,
যেখানে কান পাতলে শোনা যাবে
ওঁঙ্কার নিনাদ, বরফের স্তুপ হতে-
দৃষ্টি স্থির রেখে একাগ্রে চেয়ে দেখো...

পরবর্তী প্রজন্মের কাছে খুলে দিয়েছো
অধরা বিচারের হাস্যকর গ্লানি,
কোনভাবেই বেশি দূরে নয়
বেশ তাড়াতাড়ি তোমরাও যাবে কাঠগড়ায়;
দেখবে জবাব দেবার মুখ থাকবে না আর...