সুখের প্রাসাদে রেখেছিলাম আনন্দ
দুখের কাছে সাম্প্রতিক দুঃখরাশি,
দুফোঁটা অশ্রু ছাড়া খুঁজে কিছুই পাইনি তেমন...

চেষ্টার ত্রুটি না রাখলেও -
একগলা ঋণে একদিন ডুবে গেলাম,
প্রিয়ার একগুচ্ছ আদর কুড়িয়ে নিতে...

দিন ক্রমশ বড়ই ভারী হচ্ছিল,
একসময় হাজার মানুষের ভীড়ে-
লুকিয়ে গেলাম, সত্য এড়াতে...

শেষমেশ আত্মগোপনেও স্থান সঙ্কুলান,
এখনো লুকিয়েই আছি শান্তিভবনে,
বলতে পারো, ঐশ্বরিক গোপন গুহায়...

হয়ত আপাততঃ কিছুটা নিরাপদ বলা চলে...