দমকা ঝড়ে নেভা প্রদীপ আবার জ্বালো,
জানলা গুলো কুলুপ এঁটেই বন্ধ করো।
জমাট মোম সলতে নিয়ে জ্বালবে আলো,
দমকা ঝড়ে নেভা প্রদীপ আবার জ্বালো।
অন্ধকার তো হটবে দূরে, এ সময় ভালো;
শুধু দেশলাই যোগাড় করে পকেটে ভরো,
দমকা ঝড়ে নেভা প্রদীপ আবার জ্বালো,
জানলা গুলোয় কুলুপ এঁটেই বন্ধ করো।