রাত ওই নিকষ কালো,
তার গভীরতায় না ডুবে
মিশে যাও ভৈরবের লালিমায়...

রাত যদিও ছাড়বে না তোমায়,
তবু তাতেই হাতড়ে দেখো
জোনাকি যদি ফেরত আসে দীপ জ্বেলে...

স্মৃতিসৌধের আড়ালে ঘুমিয়ে এখনও
বহু ইতিহাস, অবশ্য এটাই দৃষ্টান্ত যুগের__
ভোর হলে তবু রাজপথ জেগে উঠবেই…

সব জমি কখনোই সরস হয়না,
বিন্দু বিন্দু ইচ্ছের বিন্যাসে ঘুরেফিরে
দিন জাগবে ঠিকই সবুজে শ্যামলে...