শীতের সকালে
শিশিরভেজা ঘাসে হেঁটে
যখন না দেখা রোদের তাপ নিই
মনে হয়
তুমিও আছো কাছাকাছি...
শীতের দুপুরে
ছাদে বেছানো গরমজামা
পাশে মাদুরটা পেতে কাকের ডাক
মনে হয়
তুমি বুনছো সোয়েটোরটা পাশেই...
শীতের সন্ধ্যায়
তুলসী তলায় প্রদীপ
কাছাকাছি বাদুরের উড়ে যাওয়া
মনে হয়
এখনও কি দেখছো তারার দেশ থেকে...