কোজাগরী চাঁদের উঁকিঝুঁকি,
চিলেকোঠার জানালায়
হলুদ জোছনা মেখে,
বিয়ের পিঁড়িতে কনে-
একসময় পালকির দোলায়
দোদুল্যমান জীবন,
অসংখ্য কাঁকুড়ে পথ পেরিয়ে...
যাবার পথে নেই কোনো
হলুদ পাখিদের কলকাকলি,
তখনও যে রাত নিশুত-
চাঁদ ভেজা শিশিরে কেবলই
কালো পেঁচার আনাগোনা,
সীমাহীন দিগন্তে কন্যার
কাজল চোখ ভরা অশুভ ইংগিত...
তিন কোজাগরীর মেয়াদ না ফুরোতেই
হাতের নাগালে অবিন্যস্ত দলিল!
শিউড়ে ওঠা জীবনের কানাগলিগুলো
হাতের কাছাকাছি,
বেশী জানার কৌতূহলে অভিযুক্ত মেয়ে
রাত জোছনার আলো যাবার আগেই,
হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে...
জানিনা এ কোনো হত্যা না আত্মহত্যাই...