সে আমার বড়ই কাছের
পাহাড়ে পরিচয়,
বহুবার বহু ঝঞ্ঝা এড়িয়েও
তাকে দেখেছি।
ওখানে ফুল
আপনা আপনি ফোটে,
আলাদা করে যত্ন
কেউ দাবী করে না।
তবু এসেছে সেখানেও
পোড়া পীচের গন্ধ,
দূর হতে দেখা যায়
গিরগিটির মতো কংক্রিটের আবাস।
আমার জঙ্গল
আমি ওকে শিরায় শিরায় চিনি,
সেখানেও হাত পড়ছে
দুষ্টু লোকের লোলুপ হাত।
এখন কিছু উপনিবেশ গড়ে উঠেছে,
সাথে কিছু জমজমাট ভাবও
গাছে গাছে ছেয়ে গেছে
সুরম্য কমপ্লেক্স।
আমি কিন্তু শুনতে পাচ্ছি বেশ
ওই পাহাড় খাদের ফুল
ছড়াচ্ছে যদিও তার হাসি,
জোকারের মতোই বেদনাকে গিলে।
ওরা সবাই শেষবারের মতো
এক পরাধীনতার যন্ত্রণায়,
আজ ওদেরও পোষ মানতে হবে
পাহাড়ের সেই নির্মল আর হাসি নেই।