হাজারদুয়ারীর যাদুঘরে দেখা
শিরাপথে উঠে আসা সেই ফুলের লতাটি,
হয়তোবা শুভেচ্ছার অঙ্কুর ছিলো না;
তবুও অনন্তকাল তারই হাল ধরে
এখনও জীবন্তই দেখি বক্ষ আবরণ...
জানি কোনও ডাকঘরেই চাপা ছিলো না আশা,
এখনও সময়মতো জবাব ঠিকই মেলে;
বারবার চেষ্টা করেও স্নিগ্ধ চাঁদের আলোয়
পড়া হয়ে ওঠেনি পুরোনো ইতিহাস,
যেন গোপনে নেমে এসেছিলো ঘন কুয়াশা...
হারিয়ে যাওয়া দিনগুলো আজও
বলে যায় সহ্য করো...সহ্য করো আরও...
দৃষ্টিনন্দন অনুবাদ গ্রন্থ ঘেঁটে দেখি
কখন যেন উঠে আসে ভালোবাসার মানে,
হঠাৎ বিদ্যুৎ চমকের পর পড়ে থাকা সবুজ পালক...