তুমি আজো রয়ে গেছো দূরে
নিয়মিত পথে ঘুরে ঘুরে
বুঝে যাই মনেপ্রাণে
এলে এইখানে।
তবুও বারবার ফিরে ফিরে আসি
ওষ্ঠে নিয়ে ভারাক্রান্ত হাসি
শুধুই দেখার আশায়
একান্তে তোমায়।
রাশি রাশি ছেঁড়া কথার সম্ভার
একত্রে রাখিনা আজ আর
ফুল কুড়োতে এলে
শিউলি তলে।
শারদীয় সুরে ভেজা ভোররাতে
শুক্লা পঞ্চমীর রাজপথে
করুণরাগ বুকে বাজে
তুমি নেই সাঁঝে।