হাল ধরেছো যখন হাতে
ছাড়তে হবেই পাল,
চলার পথটা অনেক বাকি
নইলে বেসামাল।
থামতে যদি চাও হে বন্ধু
খুঁজতে হবেই পার,
তবু কি আর মিলবে শান্তি
ভাবো তো একবার?
সামনে আছে দুরন্ত পথ
দেবে কি পাড়ি,
মনে রেখো এই কথাটি
নিজেই কাণ্ডারি।
থামতে হলে থামতে পারো
যদি শরীর চায়,
মনের হদিশ চোখের কোণে
তার ছুটি কোথায়?