সেই চোখের প্রতি আজও আকর্ষণ
শুচিস্মিত হাসির সে এক অনাবিল রূপ,
নিটোল গালের রঙে রামধনু
আর বুকফাটা গুমরানো কিছুকান্না
সবকিছু হাজারেও একই আছে...
দিনবদলের পালে লেগেছে বিপুল হাওয়া,
গ্রীষ্মকালীন দাবদাহে একখন্ড মেঘ আনে
একটুখানি স্বস্তির হাতছানি একবেলা,
এখনও কি নতুন বার্তা নিয়ে ঘুরেফিরে
আসে কোনো পোষমানা কবুতর...
তুমি ঠিকই জানো
খুঁজতে খুঁজতে কিভাবে যায় হাজার বছর...