আমি দেখেছিলাম এই চিত্রের মধ্যেই
জীবন্ত এক উদ্দাম নদী বইছিলো,
সেখানকার জলে ছিলো পরাণমাঝি
ভাটিয়ালি সুরে গাইতো রাজকীয় গান,
একদিন হালে পানির অভাবে
দাবানলের আগুনে উদর,
শ্রাবণ ধারার পাতায় চলছিল
মানবতার বড়ই হাহুতাশ...
বারবার পৃষ্ঠার বদলে
সেই নদীটি কখন যেন চুরি গেলো,
হয়তো এভাবেই চলে কালের বদল!
এখন সেই চিত্র নিয়ে-
বুকের লালিত্য মেখে দেখি
আজও গান গায় কোনো উদাস বাউল...