ছিঁড়লে রশি  হিসেব কষি  রয় না  সবুজ ডাব,
ঘুড়ির মতো  জীবন যতো  মানে না  হাবভাব।  
নীল সাগরে ভেসে যাবে,
হাঙর কুমির খাদ্য পাবে,
সজীব সৃষ্টি রাখলে দৃষ্টি আখেরেই হবে লাভ।