পথটা কিছু                উঁচু নীচু
        পাশাপাশিই হাঁটবো,
নীরব মনে          বসবো কোণে
       পুজোর মালা গাঁথবো।

প্রেম বকুলে          মন গোকুলে
       সন্ধ্যাতারা দেখবো,
বন্ধু মনে              আজ দুজনে
        বাঁধনহারা খেলবো।

উড়তে হলে           মনের ছলে
        প্রজাপতিই ভাববো,
সন্ধ্যেবেলায়      সাঁঝের আলায়
      আলোর নিশান জ্বালবো।

তুলসী বুকে           শঙ্খ ফুঁকে
       সবার ভালো মানবো,
চাবি রেখে          আঁচল ঢেকে
        প্রণামটুকু সারবো।