কারণে অকারণে রোজই প্রায়
দেখা হয়ে যায়,
হয়তো আমি ছুটছি অফিসে ব্যাগ কাঁধে
কিম্বা সে স্কুলের পথে চলেছে ছেলের সাথে।
কখনও দেখা হয় দুজনে মুখোমুখি
নয় কখনও বা পাশাপাশি পথে ...
কেউ কাউকে বলি না, 'আবার কবে দেখা হচ্ছে?'
অথবা বলি না,'অপেক্ষায় থাকবো বিকেলে'
তবুও শুধুমাত্র হাসি বিনিময়টাই
পরিস্কার বুঝিয়েই দেয়-
দুটি অবস্থান আর এক হবার নয়,
অথচ দৃষ্টিরা কথা বলেই চলে।
বলে, 'যেখানেই থাকো ভালো থেকো'
যদিও দুজনেই কিন্তু জানি,
আমরা কেউ এখন আদৌ ভালো নেই,
পুরোনো প্রেমের জোয়ারে তো ঘূর্ণি থাকবেই।