আয়না আমার অপরিষ্কার লাগছে মেলা,
সকাল দুপুর হয়েছে উপুড়, অস্ত বেলা।
মুছতে গিয়ে চমকে দিয়ে আয়না বলে,
"মনে তোমার ময়লা জমার ভাণ্ড ফেলে
কেন বলো হাতের তেলো আমায় ডলে?
বোঝো নাকি, আমিও দুখি ঘষার ফলে!"
তার কথাতে সন্ধ্যেরাতে ভাঙলো ঘুম,
মনটা মোছার ভাবনা করার লাগলো ধুম।