বেলা বাড়বার সাথে সাথেই
কুয়াশার আস্তরণ আরও ঘন হলো,
ভৈরবী রাগিণীর চিরকাল কষ্টে যাতায়াত
একঝাঁক পাতিহাঁস নিয়ে।
ঘাসের ডগায় জমা সামান্য বঞ্চনার জল
পাগুলো ভিজিয়ে দেয় অবিরত,
শীতল কামড়ে বিধ্বস্ত দুখির যাতনায়
জীর্ণ কম্বলে শুঁয়ো উঠে যাওয়ার প্রকোপ।
আর সব কিছু এড়িয়েও অপেক্ষা
সূর্যোদয়ে এক মাঠ সকালের ঘ্রাণে।