সময় আগতপ্রায়
এখন তুমি খুলবে অন্য দোর
একটি অনুরোধ
তোমার থেকে এখনও
মুঠো মুঠো সুখ বেশ খানিকটা দূরে
যদি পারো যাবার আগে
একটু ঘ্রাণ নিয়ে যাও...
বিচ্ছিন্ন বাস্তবের চারপাশে
কাঁটাছেঁড়া সর্বনাশের ভয়
না, তোমাকে বলবো না
ভয়ে পিছিয়ে যাও
বরং বলবো চরৈবেতি...
তবে হ্যাঁ
কখনও যদি মনে হয়
একটু শ্বাস নেবো,
নতুন নির্মাণ আর সবুজ হাতছানি
মুঠোয় খোলা রেখেই না হয়...
চলে এসো
দেখবে আজও আমি তোমারই প্রতীক্ষায়...