তরী আসে              তরী যায়
           ঘাট বসে থাকে,
লোক আসে           লোক যায়
           পদধূলি রাখে।

জানেনা কেউ      মানেনা কেউ
         ঘাটের ইতিকথা,
দুপারে পথ          দুপারে রথ
          মধ্যে নীরবতা।

ঢেউ ওঠে            ঢেউ ছোটে
         তবুও চুপ কথা,
মনপথে               ভাবনাতে
        পাই না রূপকথা।