কালকে খুকু সিকিম যাবে
চোখের পাতায় নেই তো ঘুম,
বলছে দাদা "ঘুমোতে যা"
গিলছে খুকু গপ্পোর ধুম।
বকেই বাবা পাঠায় ঘরে
এপাশ ওপাশ গড়ালো খুব,
একসময়ে ঘুমের ঘোরে
স্বপ্নজালে লাগালো ডুব।
ট্রেনের ছোটা ঝিক্ ঝিকা ঝিক্
দোলন দিচ্ছে লাগলো শীত,
মা আদরে চাদর দিয়ে
মাথার কাছে গাইলো গীত।
মাথায় দিলো হাত বুলিয়ে
শেষে দিয়ে একটি চুম্,
যেই উঠেছে, বাবাও ডাকে-
"খুকু! এবার ভাঙাও ঘুম।"
গোছগাছ সব পরিপাটি
এবার ট্যাক্সি ডাকার পালা,
আবার মনটা চাঙ্গা হলো
চোখের চাউনি খোলামেলা।