নারী মানেই শিকল বন্দি
আর কতকাল বলবে?
শক্ত হাতেই ভাঙবে শেকল
মুক্তির পথ চলবে!

বুঝতেই হবে বিকল ভেবে
রাখছো যাকে দূরে,
সেই আড়ালে দিলো সেবা
রাখলো জীবন ভরে।

ভুলে যেওনা তোমার জন্যে
সয়ে অনেক যন্ত্র‌না,
করলো বড় এখন কেন
সইছো কূট মন্ত্রণা?

এবার থে‌কে নারীর আসন
ভাবতে শেখো ইষ্ট,
দেখবে দেবী দূর্গা হয়েই
রাখবে জগৎ তুষ্ট।