আলো না পাওয়া প্রত্যাশাগুলো
কপালের বিন্দু বিন্দু ঘাম,
সময়ের হাত ধরে যে পথ পেরিয়ে গেছি
সেখানেও খুঁজি সেই গাছের কোটর,
খেলার ছলে অনেক ইচ্ছেই
বহুবার ওখানে জমিয়েছি, ভুলো মন...
এরপর বয়ে গেছে অনেক ঝড়
সামাজিক, নৈতিক কিম্বা দার্শনিক কখনোও বা,
গাছ বেয়ে নেমেছে বৃষ্টির ধারা
শ্রাবণে ভাদ্রেই শুধু নয়, কনকনে ঠাণ্ডায়ও,
আমি বদলে গেছি, বদলেছে ভুগোল,ইতিহাসও
বদলায় নি সেই খেলাঘর, সেই বৃক্ষকোটর...
কিছু কিছু কল্পকাহিনী ব্যাঙ্গমা ব্যাঙ্গমীকে চেনে,
হয়তো বা বৃষ্টির ধারা তাই
এড়িয়ে গেছে চোখের নতুন ধারাপাত,
যে চোখ দিয়ে গাছগাছালি দেখে
আমার মতো না বোঝা শৈশব,
আর ঠিক তাই আমিও কোটরে বর্তাই...