ঝড়ের থেকে বাঁচতে রাতে
প্রথম আসা তোমার ঘরে,
আঁচল টেনে প্রদীপ হাতে
তুলসী মঞ্চে প্রনাম করে-
এলে যখন, খুঁজে পেলাম
মায়ের মুখটা অগোচরে!
দৃষ্টিকোণে হোঁচট খেলাম
ভুলে গেলাম আপনপরে।
ভেবেছিলে উড়তে বুঝি
ভুলেই গেছি ডানা মেলে,
রাখলে বন্দি সোজাসুজি
আপন বোধে জগৎ ভুলে।
একদিন যেই ছাদ চাইলে
খোশগল্পে ভুলিয়ে দিলাম,
পরগাছারা বাড়বে নইলে
নতুন ঘরও এঁকে নিলাম।
তোমার ভাবনা চন্দ্র তারা
ছাদের নীচে খোলা জমি,
উদাস বাউল জীবন ধারা
ছবির মতো দেখছি আমি।
তাই বিকেলের মুক্তাকাশে
খেয়ার তরী চালিয়ে ধীরে,
পালিয়ে গেলাম নিরুদ্দেশে
আসিনি আর ডালে ফিরে!