অমীমাংসিত কাজ সারা হলে,
হংসমিথুনের চকচকে ডানায়
ঝুপ করেই সন্ধ্যা নেমে আসে।
ফুলেল মধুর কিছু স্বপ্ন-আদরে
নিজেই রাতসিঁড়িও টপকে যাই;
মনপাতাল সে ঘরোয়া আবহে।
সুর-সঙ্গীতের মতো চলে মুর্ছনা!
আলোর ঘর খুলে, জলজ প্রেম
কখন যেন সব স্মৃতি মুছে দেয়।
চোখের সামনে জোছনার রূপ;
হিমেল কুয়াশার চাদরে মুড়েই,
গেয়ে ওঠে এক ফসলের গান।