প্লাটফর্মের ফণীমনসা গাছটা পেরিয়ে
যাবার সময় থমকেছি অনেকবার,
ওখানেই সে দাঁড়িয়ে থাকতো আমার পথ চেয়ে,
বুড়োগাছটার ফুলগুলো দেখিয়ে বলতো-
কাঁটাভরা গাছেরও ফুলে কতই না সৌন্দর্য...

এখন আর তাকে দেখি না বহুদিন;
সাঁকো গড়া বন্ধুদের মুখে মুখে শুনেছি,
আজ কালিফোর্নিয়ায় জমজমাট।
মাঝে মাঝে মনে হয়, একটা চিঠিতে লিখি-
ওখানেও কাঁটায় সৌন্দর্য খোঁজা হয় কিনা...

এখন বোধহয় আমারও স্বভাব হয়েছে
কাউকে নিজের থে‌কে কোনো প্রশ্ন না করার,
মাঝে মাঝেই দুরন্ত ট্রেনের কামরায় দেখি
ছুটে ছুটে পালাচ্ছে আস্ত আস্ত স্মৃতি,
জানিনা সেখানেও খুঁজি কিনা সৌন্দর্য...

এবারেও চলতি পথে ষ্টেশনে নেমেই দেখি;
বুড়ো গাছের তলায় এক জুড়ি একত্রে
স্বল্প পরিসরেও বসে বেশ কাছাকা‌ছি,
দুটি মন গল্পে মত্ত, কতই না কথার সারি;
ওরাও কি প্রলুব্ধ কোনো সৌন্দর্য লোলুপে...