মনের না বলা কিছু ধারণা
জানলার ঘষা কাঁচটা ফুঁড়ে,
এগুতেই দেখি স্মৃতির চারণা।
তবু ভুলতে পারি কই আর সব?
সেসব সময়ে নখের পালিশে-
গ্রথিত যত মন খারাপের রব?
মাঝে মাঝে ছবিটা কেটে যায়,
ফ্রেমটা খুঁজে সে পায়নি বলেই;
উদ্দাম নৃত্যরত হয় শরশয্যায়।
কলেজ ছোঁয়া ভাঙা ভাঙা প্রেম,
ইঞ্জিনের ফুঁসে ওঠা ধোঁয়া,
যাদুঘরেই বাক্সবন্দী গেম।
কলেজ ছেড়ে সম্পর্কের তল,
অফিস পাড়াতে ছেঁড়া শুকতলা,
অশ্রু কানাচে নিত্যই কোন ছল।