এখন আর রাখঢাক নেই-
সবই কেমন যেন গা সহা হয়ে যাচ্ছে,
চারপাশের দৃষ্টিগুলো বোবাকান্নাই দেখে;
ভাবনা যেটুকুবা ছিলো ভীড়ে উল্টে গড়াগড়ি,
গণ্ডারের সুড়সুড়ি লাগতেই চার ভোট কাবার!
মিলিটারী চকরাবকরাতেও তাপ্পিমারা;
অথচ নামীদামী পত্রিকায় মন দিলেই ঘুম....
রাত ভেঙেছে ,দিন ভেঙেছে, তাও ঘুম ভাঙে নি;
টুকরো টুকরো থালায় একসময় ছিলো-
অষ্টাদশের শেষে অবিভক্ত ভারতের ম্যাপ!
আজ বাইশগজের টিম অনেক বেড়েছে-
অথচ সবাই কেমন টিমটিমে;
কেউ আর নতুন করে বলবে না জেনো-
এতগুলো টিম না হলেও চলতো...
ভৌগলিক বিভক্তির অন্তরালে ঐতিহাসিক হার...