রাতের বেলায় মেঘের ভেলায়
ছুটবে যখন তারা,
একলা আমার মনের পাহাড়
থাকবে দিশে হারা।
ঘুম নজরে একটু তারে
খেয়াল করে দেখো,
তোমার জন্যে আজ সে হন্যে
পারলে মনে রেখো।
তার সে ছলে ভাসবে জলে
তোমার দুটি চোখ,
সুখের হাসি দুখের রাশি
এটাই মর্তলোক।
দুদিন পরে নিজের ঘরে
ফিরতে তাকে হবে,
থাক না কদিন জীবন রঙিন
পূর্ণ খেলার ভবে।
সময় হলে যাবেই চলে
দুদিন মনটা ভার,
সকাল সাঁঝে কাজের মাঝে
কাটবে অন্ধকার।