এ কি নীরবতা!
হিমঘরে ঘুমিয়ে মানুষ
জ্বলন্ত কথায় শুধুই অপপ্রচার;
এক অমাবস্যার ঘন কালো
আর কতকাল...

জীবন বলেনি কখ‌নো
ময়দান ছেড়ে পিছু হটে যাও!
ক্রমাগত উস্কানি নিষিদ্ধ ফলের;
তবুও ধৈর্যের বাঁধ
অটুট এখনো...

কিন্তু দিনান্তের ওই শেষ সীমানায়
আজও দাঁড়িয়ে পূর্ণিমা,
পালা বদল অপেক্ষায় কেবল;
একসময় লাল আকাশেও
আলো চমকাবেই...