ছেলেবেলার হিস্যু ছেড়ে যাচ্ছি আজ বাথরুম!
ধ্রুপদী বাংলা ভাষার ক্ষেত্রে, দিচ্ছে কষে ঘুম।

হাগু তো নয় পটি যাচ্ছি ; বললে কমে লজ্জা!
এমনি করেই চলছে দিব্যি, ভীষ্মের শরশয্যা।

বড়বাবুও  এখন  কাবু, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট!
বাবা ড্যাডি মম হলো মা, আতর হলো সেন্ট।

অজ্ঞাতে দেখি সাধারণ ঘরে হচ্ছে বাংলা লুট,
গুটিকয়েক বাঙালীরা আজও রয়েছে  দলছুট।

মিউজিয়মেই থাকবে ধ্রুপদী;  যাদুঘর বহুদূর,
ইংগো বঙ্গো সানাই বাজিয়ে কাঁপায় হৃদয়পুর।