হঠাৎ পাওয়া ছুটির দিনে
সময় খরচ মানুষ চিনে,
নিজের জন্যে সময় রেখে
আলোয় ভরাই আঁধারটাকে!
বইপত্তর খাতা কলম
গুটিয়ে রেখে বাজার গরম,
অবাক চোখে ওরাও দেখে
হয়তো কিছু নতুন শেখে!
নদীর বুকের কাছাকাছি
বলি, "আর কি বেঁচে আছি?"
নদীর জবাব ছলাৎ সুরে,
"নেই তো তুমি তেমন দূরে!
ঢেউ আসে ঢেউ আছড়ে পড়ে
ছুটির দিন তো যাবেই সরে,
তখন আবার একলা ভোরে
কাটবে সময় নিজের ক'রে।"