চেয়ারপোকা দিচ্ছে ধোঁকা
নিত্যি নতুন সভায়,
কখনো কর্মে কখনো ধর্মে
ব্যস্ত রাজা বেজায়।
রাম রহিমে জোর তালিমে
ফাটাচ্ছে সব গলা,
ধেনোর ঠেকে হাজির থেকে
ভেজায় মনের জ্বালা।
পোড়ার জন্যে বউ তো হন্যে
দাহ্য বস্তু সেরা!
নীচের তলার খবরে আর
কেইবা পড়ে ধরা?
ওপর তলায়! হলায় গলায়,
দিব্যি ফিতে কাটা,
পথ যে বন্ধ ওরে অন্ধ
একটু বুদ্ধি খাটা।
মানুষ চেনা লেনা দেনা
সহজ কাজ তো নয়,
বাঁচতে হলে তেলে জলে
মিলমিশ যেন রয়।
* ধেনোর ঠেকে = মদের ঠেকে।