একদিন না একদিন
অপ্রাসঙ্গিক কথার ভিড়ে
হারিয়ে যাবেই মেঘলা রোদ্দুর...
নয়নতারা দেখবেই
দলছুট শিশিরস্নাত দুএকটি কবিতা
যা তখনও মেঘমল্লারে বৃষ্টিবন্দী...
পথ পাঁচালী খুঁজবে পাহাড়পুর
হয় কোনো গুম্ফা নয় উপত্যকায়
হয়তো সেটাই হবে নতুন ঠিকানা...
সেখানকার অন্ধকার রাতে
তীব্রবেগে ধেয়ে আসবে উল্কাপিণ্ড
বলবে, 'সামনেই আলোকিত পথ'
আমি তবুও সেই অন্ধকারেই
হাতরে যাবো কেন্দ্রবিন্দুতে যদি পাই
সঠিক একটি খুঁটির সন্ধান...