পৃথিবীর কোলে থাকা ওই অ্যামিবা
পরিক্রমা শেষে আজ মানব গরিমা,
এখন ব্যস্ত প্রেম নাগরী উপুড় করায়
আরাম, বিরাম নিয়ে প্রান্তিক সীমায়।
মজার ব্যাপার হলো তায় সব ঘাটতি
দৈনন্দিন জীবনে যদিও কর্ম অগুনতি,
অভাবের তালিকা অমৃত কুম্ভ সন্ধানে
প্রচণ্ডভাবে বিধ্বস্ত, সবার দৃষ্টিকোণে।
একটাই অতৃপ্তি যে জীবনটা বড় ছোট!!
একবারও ভাবে না সে কোথায় খাটো?
কেউ পারেনা সীমিত সময়ে জল দিতে
শুধুমাত্র অপচয় সময়ের পেরিফেরিতে।