ফাগুন হাওয়া ফাগের ছোঁয়া
ভোরাই গানে চমক রাত,
মাদল বোলে শিরায় তোলে
চুল সরিয়ে একটু সাথ।
গাছের ডগায় শিশির মাখায়
আবছা কালো রাগ বেহাগ,
মেঘমল্লারে বাদল ধারে
রাত কপালে মলিন দাগ।
দুরমুশ ভাঙ্গা বেতাল ডাঙ্গা
পিছিয়ে যাওয়া সাগর ঢেউ...
হঠাৎ বৃষ্টি অনাসৃষ্টি
কোথাও কি আর আসবে কেউ?