মায়াবী রাতের স্বপ্ন অনুজ্জ্বল,
ক্লান্ত অগোছালো একটুকরো বারান্দা;
দূর থেকে ভেসে আসা,
বেশ কিছু পথচলার অনুচ্চারিত শব্দ;
ওগুলো মিলেমিশে এক হবার নয়, তবুও...
এখন তো কাগজ খুললেই,
বিচারপতির চশমা পরা হাসি হাসি মুখ;
হাজারো প্রশ্নের কড়াকড়ি চলছে অনর্গল,
কিছু অভ্যেস স্বাভাবিক পথ আগলেই আছে;
হয়তো বা ওগুলো না ছাড়লেও নয়,তবুও...
আমি এখনো তালমিল খুঁজতেই ব্যস্ত,
চার্চের ঘন্টা-ধ্বনি কিন্তু বেজেই চলছে,তবুও...