খোলা পথ যখন অবরুদ্ধ
মনেপ্রাণে খুঁজে বেড়াই তাকে,
কখনো আঁধারে থেকেও
সে বাউলের বেশে
প্রকৃতির সুরে গলা মেলায়...
আমার কিন্তু স্বর ভগ্নপ্রায়,
শুধু আমারই বা বলবো কেন
আজকের দৃশ্যপটে
অনেক চেনা মুষ্টিবদ্ধ হাতও,
নেভা দীপের ধোঁয়ার আশ্রয়ে...
তবু স্বজ্ঞানে বলতে ইচ্ছে হয়
একবার আলোড়িত হও,
স্পন্দন কথা বলবেই...
কম্পনজাত ধ্বনিরা হৃদ তোলপাড় করে,
বাউল তো তারই কথা কয়।