আগুন নিয়ে খেলা করো না কক্ষণো
সময়মতো তাকে কাজে লাগাও,
কুঠুরির সব অলিগলি জানে
অন্ধকারে নিভে যাওয়ার নিষ্ক্রিয়তা...
কান্নার কোনো মূল্যই মেলে না সমাজে,
বড্ড আলগোছে কবিতার বই হাতে
একবারই বৃষ্টিতে ভিজেছিলাম,
সেই থেকে বেডরুমে অযাচিত আলাপ...
সম্পর্কের হাতছানি লোভ নিয়ে আসে,
আমি ভালই জানি ফুরিয়ে যাওয়ার মানে
তবুও ধরে আছি সেই কবিতার খাতা,
এখনো তার গন্ধে দুচোখ বুজে আসে...
এরা বোধহয় নিঃশর্তে আমাকেই ভালবাসে...