প্রতিবাদী কণ্ঠস্বরগুলো প্রতিনিয়ত
বন্দি করা হচ্ছে,
আইনের বেড়াজালে...

অথচ সেই আইনি মানদণ্ডটিও
সাধারণের অবদানে পুষ্ট,
পাঁচমিশালি ফোড়নের ধৃষ্টতা...

তাই আজও পথে নামতে হয়
কাঁদুনে গ্যাস সঙ্গী করে__
রক্তরঞ্জিত ঐতিহাসিক স্তম্ভে…

অনেকে বুলেট খরচ করে
যে স্বাধীনতা এসেছিল;
সেখানেই আবারও রঙমশাল...

বিশ্বাস সম্বল করে মাঝে মাঝে ভাবি__
সূর্য কখনোই অস্ত যায়না,
সে অন্য কোথাও সূর্যোদয়ের ইঙ্গিতবাহী...