একবার ভেবেছি এবার আর কিছুতেই
লিখবো না কোনো অন্ধকারের কথা,
মেঘলা সেই দিনেই ছিলো
তোমার উষ্ণ স্পর্শের গভীর চুম্বন,
চোখের পাতায় যার ছোঁয়া রয়ে গেছে...

'তুমি কি কবিতা লেখো'
বলামাত্রই কলমের ডগায় পেয়েছি
শ্রাবণ-গন্ধ ; যা এখনও আমায় টানে অজান্তে!
সেই আলোকিত গল্পের ছত্রে ছত্রে
পাতার ঝড়ে উড়ে আসে গান ; শুধু একবারই...

কোনভাবেই শাওয়ার হতে পাইনি
শ্রাবণ প্লাবনের মৌতাত,
তাই আজ ঘোর অন্ধকারে বসেও
আমি আওয়াজ পাচ্ছি টুপটাপ ঝড়ে পড়া,
সূর্যালোকে যেন হেমন্তের আলোকিত কুয়াশা...